হিজামা সেন্টার

হিজামা থেরাপী কি? হিজামা থেরাপী গ্রহণে ভালো হিজামা সেন্টার এর গুরুত্ব

হিজামা থেরাপী কি? হিজামা থেরাপী গ্রহণে ভালো হিজামা সেন্টার এর গুরুত্ব

হিজামা- বর্তমান যুগে হিজামা শব্দটির সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত। মূলত হিজামা সেবাকে মানুষের কাছে পৌছে দিতেই হিজামা সেন্টার আজ অলিতে গলিতে গড়ে উঠছে। প্রথমে হিজামা কি এবং এর উৎপত্তি সম্পর্কে আমাদের জানতে হবে।

হিজামা শব্দটি মূলত আরবি শব্দ থেকে এসেছে। হিজামা কে হজ্জাম বা কাপিং থেরাপিও বলা হয়ে থাকে। হাদীসে হিজামা গ্রহণের অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়েছে। মূলত এটি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমাদের দেশে বর্তমানে বেশ জনপ্রিয় এই হিজামা থেরাপী।

হিজামা থেরাপী গ্রহণে এর তাৎপর্য যেমন হাদীসে বর্ণিত আছে তেমনি এটি গ্রহণের ফলে বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতাও পাওয়া সম্ভব। আজকে আমরা হিজামা থেরাপী এবং এর উপকারীতা ও এর নানাবিধ তাৎপর্যতা সম্পর্কে আলোচনা করবো।

ইসলামের দৃষ্টিতে হিজামা থেরাপীর গুরত্ব- হাদীস শরীফে হিজামা থেরাপি গ্রহণের জন্য একটি নির্দিষ্ট সময়কে বলা হয়েছে। আরবি যেকোন মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ ১৭ তারিখ, ১৯ তারিখ ও ২১ তারিখকে হিজামা গ্রহনের যথোপোযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয়েছে।

ইসলামিক দৃষ্টিতে এটি মূলত একটি সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। হিজামা থেরাপী কিংবা হিজামা চিকিৎসা পদ্ধতির গুরুত্বের কথা ইসলামে ঠিক ভালোভাবে ব্যাখ্যায়িত রয়েছে। এর গুরুত্ব যেমন ইসলামে বিদ্যমান তেমনি এটি আমাদের শারীরিক ও মানসিক প্রশান্তি প্রদানে বেশ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।

হিজামা সংক্রান্তে বর্ণিত কিছু হাদীস-

  • আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন নিশ্চয়ই হিজামায় শেফা রয়েছে সহীহ মুসলিম, হাদিস নং-২২০৫
  • আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম” আল-হাকিম হাদীছ নং-৭৪৭০
  • আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন “ হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে” সুনানে তিরমিযী, হাদীছ নং-২০৫৩

 

উপরিউক্ত বিষয় হতে আমরা একটু হলেও ধারণা নিতে পারি যে, হিজামা সম্পর্কে বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ) যে বাণী প্রদান করে গেছেন তার তাৎপর্য কত বিশাল। হিজামার গুরুত্ব এতটাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর সম্পর্কে বাণী প্রদান করেছেন। এ থেকে আমরা এর গুরুত্ব সম্পর্কে এতটুকু হলেও ধারণা পেতে পারি।

 

 

হিজামা শরীরে যেভাবে কাজ করে ঃ

এটি শরীরের খারাপ রক্ত বের করে দিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনার শরীর থেকে খারাপ টক্সিন বের করে দিতে হিজামা থেরাপি বেশ কার্যকরী ভ‚মিকা পালন করে  তাছাড়াও হিজামা থেরাপী রক্ত হতে বিষাক্ত জীবাণুকে ধ্বংস করতেও বেশ সহায়ক ভূমিকা পালন করে । এটি শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি করে যার ফলে আপনার শরীরে ব্যাথা নিরাময় করতে বেশ কার্যকরী।

তদুপরি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমাত বৃদ্ধি এবং আপনার শরীরকে যদি আরও কর্মক্ষম রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত হিজামা থেরাপি গ্রহণ করতে হবে। 

হিজামা থেরাপী যেসকল সমস্যা সমাধান দ্রæত করে ঃ

  • শরীরের রক্তদূষণ ও উচ্চরক্তচাপ প্রতিরোধ করতে বেশ কার্যকরী এই হিজামা থেরাপি। নিয়মিত হিজামা থেরাপী গ্রহণের ফলে রক্তে থাকা দূষিত জীবাণু ধ্বংস হয় এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে।
  • ঘুমের সমস্যা সমাধানেও হিজামা থেরাপী কাজ করে। এছাড়াও বর্তমান যুগে প্রায়শই মানুষ মানসিক চাপে থাকে। যারা মানসিক চাপে থাকে তাদের মানসিক চাপ কমাতে সাহায্যকারী ভূমিকা পালন করতে পারে এই হিজামা থেরাপী।
  • যেসকল মানুষ মাইগ্রেন জনিত সমস্যায় ভূগে থাকেন তাদের এই সমস্যা সামাধানেও হিজামা থেরাপী বেশ ভালো কাজ করতে সক্ষম।
  • বিভিন্ন ব্যাথার সাথে যাদের আঙ্গাআঙ্গি সম্পর্ক রয়েছে যেমন, হাটু ব্যাথা, কোমড় ব্যাথা, মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, মাংসপেশীতে ব্যাথা অন্যান্য আনুসাঙ্গিক ব্যাথা উপশমে বেশ কার্যকরী এই হিজামা থেরাপী। যদি কেউ নিয়ম মেনে হিজামা থেরাপী গ্রহণ করে তাহলে তার ব্যাথা উপশম হবে এটি নিশ্চিত।
  • রক্তে কোলস্টরেলের মাত্রা কমায় হিজামা থেরাপী। যাদের রক্তে প্রচুর পরিমাণে কোলস্টরেল আছে তাদের জন্য হিজামা থেরাপী একটি মহাঔষধ হিসেবে কাজ করতে সক্ষম।
  • চুল পড়া রোধে হিজামা থেরাপীর গুরুত্ব বেশ পুরনো। আমরা জানি চুলের ফলিকিউলে রক্ত সঞ্চালন কমে গেলে চুল ঝড়তে শুরু করে। এই সমস্যা সমাধান খুব সহজেই হিজামা থেরাপীর মাধ্যমে করা সম্ভব। হিজামা থেরাপীর মাধ্যমে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে চুল পড়া রোধ করা সম্ভব হয়।
  • হরমোনাল সমস্যা সমাধানেও হিজামা থেরাপী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এর জন্য যার হরমোনাল সমস্যা আছে তাকে নিয়ম মেনে হিজামা থেরাপী গ্রহণ করতে হবে।
  • এছাড়াও হিজামা থেরাপীর মাধ্যমে ব্রণের সমস্যা দূরীকরণ, গ্যস্ট্রিক আলচার, ফোস পাঁচড়াসহ নানাবিধ সমস্যা সমাধানে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

হিজামা থেরাপী গ্রহণে এর খরচ-

অনেকের মনে প্রশ্ন আসতে পারে হিজামার গুরুত্ব যেহেতু রয়েছে তাহলে এর খরচ বেশি হবে। যারা এটি মনে করেন তাদের ধারণা ভুল। হিজামা থেরাপী গ্রহণ ততটাও ব্যয় সাপেক্ষ নয় যতটা মানুষ ধারণা করে। সাধারণত এর খরচ হিসেব হয়ে থাকে যে হিজামা সেন্টার হতে এটি গ্রহণ করা হয় তাদের চাহিত দামের ওপর কেন্দ্র করে।

ধরুন আপনি আপনার মাথার চুলের সমস্যা সমাধানে হিজামা থেরাপী গ্রহণ করবেন এর জন্য আপনাকে পয়েন্ট হিসেবে হিজামা থেরাপির খরচ ধরা হবে। এখন পয়েন্ট হিসেব কি? এই পয়েন্ট হিসেব হচ্ছে আপনার মাথার কয়টি জায়গায় হিজামা করাতে হবে সে অনুযায়ী।

এই পয়েন্ট এর হিসেব হিজামা সেবা প্রদানকারীর দক্ষতা  ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ের ওপর কেন্দ্র করে নির্ধারিত হবে। তবে এটি সত্য যে, হিজামা থেরাপী আধুনিক অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে অনেক সূলভ মূল্যের। যেটি কিনা গরীব ধনী সকলেই গ্রহণ করতে সক্ষম।

হিজামা থেরাপী গ্রহণে ভালো হিজামা সেন্টার এর গুরুত্ব-

হিজামা থেরাপী গ্রহণের জন্য একটি ভালো হিজামা সেন্টার নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজে অংশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আপনি যেখান থেকে চিকিৎসা গ্রহণ করবেন সেখানকার পরিবেশ যদি খারাপ হয় তাহলে আপনি চিকিৎসা গ্রহণের ফলে সুস্থ তো দূরের কথা উল্টো আরও অসুস্থ হবেন এটি নিশ্চিত।

এর জন্য আপনাকে হিজামা থেরাপী গ্রহণের আগে অবশ্যই মাথায় রাখতে হবে যেনো যেখান থেকে আপনি হিজামা থেরাপী গ্রহণ করছেন তার পরিবেশ যেনো ভালো মানের হয়। একটি কথাই আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো যে ফিজিওথেরাপি সেন্টার হতে এই হিজামা থেরাপী দেয়া হবে তার পরিবেশ যেনো উন্নত হয়। এর কারণ হিসেবে উন্নত পরিবেশ যে প্রতিষ্ঠানের থাকে তার কাছে উন্নত সেবাও থাকে।

হিজামা থেরাপী গ্রহণে ভালো হিজামা থেরাপী সেন্টার-

আপনি যেনে খুশি হবেন যে, ফিজিওথেরাপি সেবা ও আথ্রাইটিস সেন্টার, নিকুঞ্জ আপনাকে আপনাদের সেবায় উন্নত পরিবেশে এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা এই হিজামা থেরাপী প্রদান করে আসছে দীর্ঘদিন যাবৎ। আপনি যদি সুলভ মূল্যে ভালো মানের হিজামা থেরাপী গ্রহণ করতে একান্ত ইচ্ছুক থাকেন তাহলে আপনার একবার হলেও আমাদের ফিজিওথেরাপি সেবা ও আথ্রাইটিস সেন্টার, নিকুঞ্জ সেন্টারে আসা উচিৎ।

এখানে আপনি আপনার চাহিদা মতো সকল ধরনের ফিজিওথেরাপি সেবা পেয়ে যাবেন হাতের নাগালে। তাই আর দেরী কেনো আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন  ০১৯১৭৭৮৯৮৪৩ এই নাম্বারে। অথবা আমাদের ওয়েবসাইটের কল বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সিরিয়াল নিশ্চিত করুন।

“প্রশ্ন ও উত্তর”

প্রশ্ন – হিজামা থেরাপী স্পোর্টস ইনজুরি সাড়িয়ে তুলতে কি কার্যকর ভূমিকা পালন করে?

উত্তর – অবশ্যই হিজামা থেরাপী স্পোর্টস ইনজুরি সাড়িয়ে তুলতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

প্রশ্ন – একজন সুস্থ মানুষও কি হিজামা থেরাপী গ্রহণ করতে পারেন?

উত্তর – জি¦ অবশ্যই একজন সুস্থ মানুষ তার নিজের শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত হিজামা থেরাপী গ্রহণ করতে পারেন।

প্রশ্ন – ভালো হিজামা থেরাপী গ্রহণে ভালো হিজামা সেন্টার নির্বাচন করা কি জরুরী?

উত্তর – অবশ্যই জরুরী। এর মাধ্যমে আপনি ভালো মানের হিজামা থেরাপী গ্রহণ করতে সক্ষম হবেন। ধন্যবাদ।

Leave a Reply

Related Post: